বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
 
শিক্ষাঙ্গন
সাত দিনের জন্য তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ স্থগিত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু





নিজস্ব প্রতিবেদক
Monday, 3 February, 2025
10:44 PM
 @palabadalnet

সোমবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রাখেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সোমবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রাখেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে চলমান আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে লায়েক নুর মোহাম্মদ আজ সোমবার রাত ১০টার দিকে এ ঘোষণা।

সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধের কারণে বন্ধ থাকার প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ সোমবার রাত ৯টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল চালু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাত ৯টা ৪০ মিনিটের দিকে আন্দোলন স্থগিত করে সড়ক-রেলপথ ছেড়ে দেন।

তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থী হাবিবুল্লাহ রনি বলেন, “আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। এই বিষয়ে প্রেস রিলিজ দিয়ে বিস্তারিত জানাব।”

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ বিকেল পৌনে ৪টা থেকে ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]