শনিবার ৯ নভেম্বর ২০২৪ ২৫ কার্তিক ১৪৩১
শনিবার ৯ নভেম্বর ২০২৪
 
ক্রিকেট
ভারতকে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড





স্পোর্টস ডেস্ক
Saturday, 26 October, 2024
10:48 PM
 @palabadalnet

ছবি: বিসিসিআই

ছবি: বিসিসিআই

ঘরের মাঠে টেস্ট সিরিজ প্রায় হারতেই ভুলে গিয়েছিলো ভারত, নিজেদের ডেরায় সর্বশেষ তারা সিরিজ হেরেছিল ১২ বছর আগে সেই ২০১২ সালে। অন্যদিকে নিউজিল্যান্ডের ভারতের মাঠে টেস্ট সিরিজ জেতার কোন নজির ছিলো না। দুই কঠিন সমীকরণই মিলে গেল। মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ভারতকে গুঁড়িয়ে অবিস্মরণীয় জয় তুলে নিল কিউইরা।

পুনেতে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড জিতেছে ১১৩ রানে। এর আগে বেঙ্গালুরু টেস্টেও ভারতকে হারিয়েছিলো তারা। ফলে তিন ম্যাচের সিরিজ টম ল্যাথামের দল। ঘরের মাঠে ২০১২ সালে সর্বশেষ ইংল্যান্ডের কাছে হেরেছিলো ভারত। এরপর তারা জিতেছে টানা ১৮ সিরিজ। দুর্বার এই ছুটে চলা থামাল ব্ল্যাক ক্যাপসরা।

পুনেতে শনিবার ৩৫৯ রানের লক্ষ্যে নেমে ২৪৫ রানে গুটিয়ে গেছে ভারতের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৫৩ রানে ৭ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার স্যান্টনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ১০৪ রানে ৬ উইকেট। ১৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে দলকে জিতিয়েছেন তিনি। স্যান্টনারের দারুণ ছন্দে থাকার ম্যাচে  গত ২৪ বছরে ভারতের মাঠে সিরিজ জেতা মাত্র তৃতীয় দল হয়েছে নিউজিল্যান্ড।

ভারতের মাঠে এই প্রথম টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এর আগে ভারতে তিন টেস্ট জিতলেও সিরিজ জয় ছিলো অধরা। ভারতে তাদের ৪ জয়ের দুইটাই এলো এবার।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। আরও ৫৭ রান যোগ করে ২৫৫ রানে অলআউট হয় তারা। তাতেই কঠিন স্পিন সহায়ক উইকেটে ৩৫৯ রানের চ্যালেঞ্জে পড়ে ভারত।

অসম্ভব কঠিন রান তাড়ায় দলকে ভালো শুরু এনে দেন যশভি জয়সওয়াল। রোহিত শর্মা দলের ৩৪ রানে ফিরে গেলেও জয়সওয়াল দুরন্ত ছন্দ টেনে খেলতে থাকেন। শুবমান গিলকে নিয়ে যোগ করেন ৬২ রান।

বাকি বোলারদের অনায়াসে খেলতে পারলেও স্যান্টনারের বলে ভুগছিলেন ভারতীয়রা। এই স্পিনারই ছাঁটেন টপ অর্ডার। প্রথম চার ব্যাটারকে একে একে ফেরান তিনি। অভিজ্ঞ বিরাট কোহলি এই ইনিংসেও হন ব্যর্থ। দলের ভীষণ প্রয়োজনে ১৭ রানের বেশি করতে পারেননি তিনি।

এক পর্যায়ে ভারতের সংগ্রহ ছিলো ২ উইকেটে ১২৭। অবিশ্বাস্য রান তাড়ার সম্ভাবনাও উঁকি দিচ্ছিলো তখন। ৭৭ করা জয়সওয়াল স্যান্টনারের বলে স্লিপে ক্যাচ দিলে ধসের শুরু। খানিক পর রিশভ পান্ত নেমেই হয়ে যান রান আউট। সরফরাজ খানকেও শিকার ধরে ভারতের ভিত নাড়িয়ে দেন স্যান্টনার।

ওয়াশিংটন সুন্দরের পর কিছুটা লড়াই করেছেন রবীন্দ্র জাদেজা। তার অপরাজিত ৪২ রানের ইনিংস কেবল হারের ব্যবধান কমিয়েছে।

সিরিজে এখনো একটা টেস্ট বাকি। তবে ঘরের মাঠে টানা দুই টেস্ট হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে বড় ধাক্কা খেল রোহিত শর্মার দল। 

ভারত অবশ্য এই টেস্টে হারের জায়গায় চলে যায় প্রথম ইনিংসেই। নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে ১৫৬ রানে গুটিয়ে পিছিয়ে পড়ে তারা। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে অল্প রানে আটকালে ম্যাচে থাকতে পারত। ভারতীয় স্পিনাররা সেই কাজটা করতে পারেননি। নিজেদের চেনা কন্ডিশনে তারকাবহুল দলটির ব্যাটাররাও সমর্থকদের করেন হতাশ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]