শনিবার ৯ নভেম্বর ২০২৪ ২৫ কার্তিক ১৪৩১
শনিবার ৯ নভেম্বর ২০২৪
 
অর্থ-বাণিজ্য
পাচার হওয়া অর্থ ফেরত আনা আমাদের অগ্রাধিকার: অর্থ উপদেষ্টা





নিজস্ব প্রতিবেদক
Sunday, 20 October, 2024
11:50 PM
 @palabadalnet

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এরই মধ্যে এ নিয়ে কাজ শুরু হয়ে গেছে। টাস্কফোর্স গঠন করা হয়েছে; একটি কমিটিও আছে।

আজ সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা এসময় বলেন, “পাচার হওয়া অর্থ ফেরত আনতে কিছু কারিগরি সহায়তা লাগবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটন গেছেন। আমরাও যাচ্ছি। সেখান থেকে কিছু সহায়তা আসবে। তবে পাচার হওয়া অর্থ সম্পর্কে অনেক তথ্য লাগবে।”

পাচার হওয়া অর্থ কবে নাগাদ ফেরত আসতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মি. আহমেদ বলেন, “এসব টাকা অনেক দিন ধরে পাচার হয়েছে; এখন তো আর দিনক্ষণ ধরে বলে দেওয়া সম্ভব নয়, কবে ফেরত আসবে। তবে কাজ শুরু হয়েছে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]