বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫
 
রাজধানী
বেইলি রোডে আগুন: দুই মালিক ও ম্যানেজার আটক





নিজস্ব প্রতিবেদক
Friday, 1 March, 2024
10:52 PM
Update: 01.03.2024
11:31:01 PM
 @palabadalnet

 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনের ঘটনায় ৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটকরা হলেন ভবনের নিচতলার ‘চা চুমুক’ রেস্টুরেন্টের দুই মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের ম্যানেজার জিসান। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ শুক্রবার সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, 'ভবনের নিচতলার রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করবে। ভুক্তভোগী পরিবারের কেউ মামলা করতে চাইলে মামলা করতে পারবেন।'

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন মালিকের কোনো দায়িত্বে অবহেলা রয়েছে কি না- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভবনের মালিক থেকে শুরু করে এই ঘটনায় যার দায় পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন উল্লেখ করে মহিদ উদ্দিন বলেন, “আগুনে ২০ জন পুরুষ ১৮ জন নারী ও ৮ শিশু মারা গেছেন‌। নিহতদের মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তাদের মধ্যে ৩৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুজনের মরদেহ মর্গের ফ্রিজে রাখা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাকি ছয় জনের পরিচয় জানার চেষ্টা চলছে।”

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com