বুধবার ২৯ অক্টোবর ২০২৫ ১৩ কার্তিক ১৪৩২
বুধবার ২৯ অক্টোবর ২০২৫
 
বিদেশ
যুদ্ধক্ষেত্রের অবস্থা কঠিন, বিদেশি সাহায্য চাই: জেলেনস্কি





এএফপি
Tuesday, 20 February, 2024
11:36 PM
 @palabadalnet

পূর্ব ইউক্রেনে সেনাদের সঙ্গে জেলেনস্কি।

পূর্ব ইউক্রেনে সেনাদের সঙ্গে জেলেনস্কি।

জেলেনস্কি স্বীকার করে নিয়েছেন, পরিস্থিতি কঠিন হয়ে গেছে। পশ্চিমা সামরিক সাহায্য না পেলে বা দেরি হলে অবস্থা খুবই সংকটজনক হয়ে যাবে।

রাশিয়া পূর্ব ইউক্রেনের একটা গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়ার পর ওই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ আরো বাড়ানোর চেষ্টা করছে।

এর মধ্যে অ্যামেরিকায় প্রেসিডেন্ট বাইডেনের ছয় হাজার কোটি ডলারের প্যাকেজ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে আটকে দিয়েছে রিপাবলিকানরা।

উত্তরপূর্ব খারকিভে সেনাদের সঙ্গে দেখা করার পর জেলেনস্কি বলেছেন, যুদ্ধক্ষেত্রের অনেক অংশে পরিস্থিতি খুবই কঠিন জায়গায় চলে গেছে।

তিনি বলেছেন, ইউক্রেনের কাছে সামরিক সাহায্য আসতে দেরি হচ্ছে। তার সুযোগ ও সুবিধা রাশিয়া পাচ্ছে। ইউক্রেনের কাছে গোলাবরুদ, এয়ার ডিফেন্স সিস্টেম, দূরপাল্লার অস্ত্র কমে গেছে।

দক্ষিণ দিকে ঝাপোরিজ্ঝিয়াতে রাশিয়ার সেনা সমানে গুলি চালাচ্ছে। ইউক্রেনের সিনিয়র কম্যান্ডার তারনাভস্কি বলেছেন, রোবোটাইন গ্রামে রাশিয়ার আক্রমণ তীব্র হয়েছে। ২০২৩ সালে এই গ্রাম থেকে রাশিয়ার সেনাকে সরিয়ে দিতে পেরেছিল ইউক্রেনের সেনা।

বাইডেন আলোচনা চান

ইউক্রেনকে সাহায্য করার জন্য ছয় হাজার কোটি ডলারের প্যাকেজ মার্কিন সিনেটে অনুমোদিত হয়েছে। কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন বলেছেন, তিনি এই প্যাকেজ বিবেচনার জন্য হাউসে পেশ করবেন না।

সোমবার বাইডেন বলেছেন, তিনি জনসনের সঙ্গে আলোচনা করতে চান। তিনি চান, বিলটি হাউসে পাস হোক।

বাইডেন বলেছেন, “স্পিকারের যদি কিছু বলার থাকে তো আমি নিশ্চিতভাবে তার সঙ্গে দেখা করে তা শুনব।”

আগামী ২৮ ফেব্রুয়ারি কংগ্রেসের অধিবেশন আবার বসবে। ১ মার্চের আগে বাজেট পাস করতে হবে।

বাইডেন সংবাদিকদের বলেছেন, “ইউক্রেনের জন্য প্যাকেজ আটকে দিয়ে রিপাবলিকানরা বড় ভুল করছে। এটা খুবই চিন্তার বিষয়। আমি এর আগে কখনো এরকম ঘটনা ঘটতে দেখিনি।”

বাইডেন বলেছেন, পুতিন-বিরোধী নাভালনির মৃত্যুর পর রিপাবলাকানদের এখন আরো বেশি করে এই প্যাকেজ অনুমোদন করা উচিত। তবে তিনি জানিয়েছেন, নাভালনির মৃত্যুর কোনো প্রভাব রিপাবলিকানদের উপরে পড়বে কিনা, তা তিনি বলতে পারছেন না।

তিনি জানিয়েছেন, নাভালনির মৃত্যুর পর রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা নতুন করে আরো নিষেধাজ্ঞা জারি করবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com