শুক্রবার ১ আগস্ট ২০২৫ ১৭ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১ আগস্ট ২০২৫
 
বিদেশ
আজ মধ্যরাত থেকে থাইল্যান্ড-কম্বোডিয়ায় ‘যুদ্ধবিরতি’





পালাবদল ডেস্ক
Monday, 28 July, 2025
8:48 PM
Update: 28.07.2025
8:57:13 PM
 @palabadalnet

(বাঁ দিকে) হুন মানেত, (মাঝে) আনোয়ার ইব্রাহিম এবং ফুমথাম ওয়েচায়াচাই (ডান দিকে)। ছবি: রয়টার্স।

(বাঁ দিকে) হুন মানেত, (মাঝে) আনোয়ার ইব্রাহিম এবং ফুমথাম ওয়েচায়াচাই (ডান দিকে)। ছবি: রয়টার্স।

মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়া। আজ সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

আনোয়ার ইব্রাহিম জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়া সোমবার মধ্যরাত থেকে নিঃশর্ত যুদ্ধবিরতিতে যাচ্ছে।

মালয়েশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনার পর তিনি বলেন, “কম্বোডিয়া ও থাইল্যান্ড একটি সমঝোতায় পৌঁছেছে। ২৮ জুলাই রাত ১২টা থেকে তাৎক্ষণিক নিঃশর্ত যুদ্ধবিরতি হবে।”

বিতর্কিত সীমান্ত এলাকায় গত বৃহস্পতিবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিমান, ট্যাংক ও পদাতিক সেনাদের হামলা-পাল্টা হামলা শুরু হয়।

থাইল্যান্ড জানিয়েছে, চার দিনের সংঘর্ষে ৮ সেনা ও ১৩ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। অপরদিকে, কম্বোডিয়া ৮ বেসামরিক মানুষ ও ৫ সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে।

এই সংঘাত থাইল্যান্ডের সীমান্ত এলাকা থেকে এক লাখ ৩৮ হাজার মানুষ ও কম্বোডিয়ার সীমান্ত থেকে ৮০ হাজারেরও বেশি মানুষকে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com