ঢাকা: বাংলাদেশের বিজ্ঞাপনশিল্প যেন কোনোভাবে স্থবিরতায় না পড়ে-এমন আহ্বান জানিয়েছে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি)। সম্প্রতি দেশের অন্যতম পুরনো ও শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যাংক হিসাব স্থগিত হওয়াকে কেন্দ্র করে বিজ্ঞাপনশিল্পে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় এএএবি মনে করছে, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ায় এ সমস্যার দ্রুত সমাধান করা উচিত।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এএএবি জানিয়েছে, বাংলাদেশে বিজ্ঞাপনশিল্পের বিকাশে সংগঠনটি গত দুই দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি দেশের স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত একটি পেশাদার সংগঠন, যার মূল লক্ষ্য বিজ্ঞাপন খাতকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলা।
বিশ্বজুড়ে বিজ্ঞাপনী সংস্থাগুলো কেবল পণ্য প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা বাজার গবেষণা, কনজিউমার বিহেভিয়ার বিশ্লেষণ, কনটেন্ট তৈরি ও মিডিয়া পরিকল্পনার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কাজের সঙ্গে যুক্ত থাকে প্রডাকশন হাউস, প্রিন্টিং প্রতিষ্ঠান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাপোর্ট প্রতিষ্ঠান।
ফলে বিজ্ঞাপনশিল্প কেবল একটি খাত নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম, যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। এ কারণে কোনো একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক জটিলতা যাতে গোটা শিল্পকে ব্যাহত না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এএএবি।
এএএবি মনে করে, বহু আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থার ওপর নির্ভরশীল। তাই দীর্ঘমেয়াদি কোনো অচলাবস্থা দেশের অর্থনীতি ও ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
সংগঠনটি আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজনদের দূরদর্শিতায় এ ধরনের সমস্যা সুচিন্তিত ও সময়োপযোগী সমাধানের মাধ্যমে অচিরেই নিরসন হবে। বিজ্ঞাপনশিল্প যেন আগের মতোই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে, এমন প্রত্যাশা জানিয়েছে এএএবি।