বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
শিক্ষাঙ্গন
কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ক্যাম্পাস খুলবে ২ মে





খুলনা ব্যুরো
Tuesday, 15 April, 2025
12:12 PM
 @palabadalnet

খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

সোমবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ জানান, সভায় তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনের ভিত্তিতে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২ মে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে এবং ৪ মে থেকে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।

তবে এসব সিদ্ধান্তে সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা হল খুলে দেওয়ার আগ পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত রোববার দুপুর ৩টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সোমবার রাত থেকেই হল খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন আমরা। সিন্ডিকেট সভা শেষে কেউ আমাদের সঙ্গে কথা বলেনি। সভা শেষে সবাই পেছনের ফটক দিয়ে বেরিয়ে গেছেন।

তারা জানান, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। এছাড়া হলে থাকতে না পারায় তাদের টিউশনি বন্ধ হয়ে যাচ্ছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com