বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
ক্রিকেট
আইপিএলে ১৮ শূন্য: ম্যাক্সওয়েল-কার্তিকের সঙ্গে রোহিত





স্পোর্টস ডেস্ক
Monday, 24 March, 2025
12:17 AM
 @palabadalnet

রোহিত শর্মা। ছবি: সমাজমাধ্যম।

রোহিত শর্মা। ছবি: সমাজমাধ্যম।

আইপিএলের এবারের আসরে তারকা ব্যাটার রোহিত শর্মার শুরুটা হলো না প্রত্যাশিত। রানের খাতা খুলতে পারলেন না মুম্বাই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ ডানহাতি ওপেনার। এতে প্রতিযোগিতাটির ইতিহাসে বিব্রতকর একটি রেকর্ডে জায়গা মিলে গেল তার।

রোববার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চার বল খেলে শূন্য রানে আউট হন রোহিত। ইনিংসের প্রথম তিন বল ডট দেন তিনি। এরপর খলিল আহমেদের ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ক্যাচ তুলে দেন। মিডউইকেটে অনায়াসে বল লুফে নেন শিবাম দুবে।

আইপিএলে রোহিতের এটি ১৮তম ডাক। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরে এটি কোনো ব্যাটারের সর্বোচ্চবার শূন্য রানে থামার নজির। তিনি বসেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিকের পাশে। সমান ১৮ বার করে শূন্য রানে আউট হয়েছেন তারা।

রোহিত নেমেছেন আইপিএলে সব মিলিয়ে ২৫৮তম ম্যাচ খেলতে। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং কোচ ও মেন্টর কার্তিক খেলেছেন মোট ২৫৭ ম্যাচ। পাঞ্জাব কিংসের ম্যাক্সওয়েলের খেলা ম্যাচের সংখ্যা এখন পর্যন্ত মোট ১৩৪।

আরেকটি তালিকায় কার্তিককে টপকে গেছেন রোহিত। আইপিএলে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি এখন তার। কার্তিক নেমে গেছেন তিন নম্বরে। রোহিতের প্রতিপক্ষ দলে থাকা মহেন্দ্র সিং ধোনির (২৬৪ ম্যাচ) দখলে রয়েছে রেকর্ড।

রোহিতের হতাশার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা মুম্বাই নির্ধারিত ২০ ওভারে তুলেছে ৯ উইকেটে ১৫৫ রান। দলটির কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ২৫ বলে ৩১ রান করেন তিলক ভার্মা। অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ২৬ বলে ২৯ রান। নয়ে নেমে ১৫ বলে ২৮ রানের অপরাজিত ক্যামিও খেলেন দীপক চাহার।

চেন্নাইয়ের পক্ষে আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ ৪ উইকেট নেন ১৮ রানে। ভারতের পেসার খলিল আহমেদ ৩ উইকেট শিকার করেন ২৯ রানে। একটি করে উইকেট পান অস্ট্রেলিয়ার পেসার ন্যাথান এলিস ও ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com