ঢাকা: জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য ফিতরার বাধ্যবাধকতা রাখা হয়েছে ইসলাম ধর্মে। এই ফিতরার পরিমাণ কত হবে সেটি আলাদাভাবে নির্ধারণ করে প্রতিটি দেশ।
পাঁচটি পণ্যের বাজার দরের ওপর ভিত্তি করে প্রতিবছর ফিতরার অঙ্ক নির্ধারণ করা হয়। আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়।
গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা, যব দিয়ে আদায় করলে তিন কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ৫৩০ টাকা, খেজুর দিয়ে আদায় করলে তিন কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৩১০ টাকা, কিসমিস দিয়ে আদায় করলে তিন কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার ৯৮০ টাকা এবং পনির দিয়ে আদায় করলে তিন কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৮০৫ টাকা ফিতরা দিতে হবে।
দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ অনুযায়ী উপযুক্ত পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করতে পারবেন।