বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
সারাবাংলা
খুলনা মহানগর বিএনপির সম্মেলন: ভোটে নির্বাচিত সভাপতি মনা, সাধারণ সম্পাদক তুহিন





খুলনা ব্যুরো
Monday, 24 February, 2025
11:52 PM
Update: 25.02.2025
12:02:44 AM
 @palabadalnet

এস এম শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিন। ছবি: সংগৃহীত

এস এম শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিন। ছবি: সংগৃহীত

খুলনা: দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন থেকে ভোটের মাধ্যমে মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ সোমবার সকালে খুলনা সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেল সাড়ে ৩টায় জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা খুলনা মহানগর বিএনপির নতুন সভাপতি ও শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নগরীর পাঁচটি থানার ৫০৫ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে এই নেতৃবৃন্দ নির্বাচন করেন।

সভাপতি পদে এস এম শফিকুল আলম মনা ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম জহির পেয়েছেন ১৮৯ ভোট। অন্য প্রার্থী সাহাজি কামাল টিভি পেয়েছেন তিন ভোট।

আর সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা চৌধুরী সাগর পেয়েছেন ২০৩ ভোট। অন্য প্রার্থী কাজী মাহমুদ আলী পেয়েছেন দুই ভোট।

সম্মেলনে অংশ নিতে দলের নেতাকর্মীরা সোমবার সকাল থেকেই বিভিন্ন মিছিল নিয়ে আসেন। রঙ-বেরঙের ক্যাপ, টি-শার্ট পরে আসা নেতাকর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনিন, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com