বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
সারাবাংলা
কুয়েট হামলা: রামদা হাতের যুবদল নেতাকে বহিষ্কার





খুলনা ব্যুরো
Wednesday, 19 February, 2025
9:38 PM
 @palabadalnet

রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত

রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমান। ছবি: সংগৃহীত

খুলনা: ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মাহবুবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন।

গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মাহবুবুর রহমানকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। দল স্পষ্টভাবে জানিয়েছে, বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায়দায়িত্ব সংগঠন নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের মাহবুবের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন, যাদের বেশিরভাগই ধারালো অস্ত্রের আঘাতে জখম হন। সংঘর্ষ চলাকালে মুখে গামছা বাঁধা, হাফ হাতা শার্ট পরিহিত এক ব্যক্তিকে রামদা হাতে অবস্থান নিতে দেখা যায়, যাকে স্থানীয়রা যুবদল নেতা মাহবুবুর রহমান হিসেবে শনাক্ত করেন।

খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন, কুয়েট এলাকায় মাহবুবের উপস্থিতি সম্পূর্ণ ব্যক্তিগত ছিল। এটি সংগঠনের কোনো সিদ্ধান্ত নয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com