বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
বুধবার ২৬ মার্চ ২০২৫
 
রাজনীতি
২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: সারজিস





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 February, 2025
11:28 PM
Update: 18.02.2025
11:33:11 PM
 @palabadalnet

সারজিস আলম। ছবি: সংগৃহীত

সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে।

আজ মঙ্গলবার বিকেলে বিআইআইএসএস মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

সারজিস আলম বলেন, “আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা সবাই আবার ঐক্যবদ্ধভাবে পূর্ণশক্তি নিয়ে বাংলাদেশে নতুন একটি ছাত্র-জনতার রাজনৈতিক দল করব, যারা ছাত্র-জনতার কাঙ্ক্ষিত চাওয়া পূরণ করবে।” 

কবে দলটি আত্মপ্রকাশ করবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আশা করছি ২৮ ফেব্রুয়ারির মধ্যে এটা হবে। হয়ত ২৪, ২৫, ২৬ তারিখও হতে পারে।”

সারজিস বলেন, “বাংলাদেশে ২৫-৩০ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল। তাদের মধ্যে যারা বিগত ১৬ বছরে এবং বিগত ৫৩ বছরে বাংলাদেশ সৃষ্টির পরে কোনো অন্যায়, অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, খুন, গুমের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন একদম নিষিদ্ধ করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের দায়ে খুনি হাসিনা নির্দেশদাতা যদি হয়, তাহলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এই তিন প্ল্যাটফর্ম নিষিদ্ধ হওয়ার দাবি রাখে। আমরা এই দাবি জানিয়েছি।”

“দল হিসেবে আওয়ামী লীগ, ব্যক্তি হিসেবে খুনি হাসিনা, আর ভোটার এই তিনের ভেতরে পার্থক্য আছে। দল হিসেবে ভোটারকে অপকর্মের দায় দিতে পারব না,” বলেন তিনি। 

আওয়ামী লীগের হরতাল কর্মসূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, “যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, সেই দলের হরতাল কর্মসূচি নিয়ে কথা বলা একদমই সমীচীন না।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com