অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে এ সপ্তাহের শেষ দিকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।
আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে, আমি মনে করি এভাবে আশা উচিৎ না। কারণ, আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা প্রকাশের আগে অনুমানের ওপর ভিত্তি করে এসব তথ্য ছড়ানো উচিৎ হচ্ছে না।”
নতুন দলের প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, “আমি বলেছি সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে। সেটা হলে আমি সরকার থেকে পদত্যাগ করে যোগ দিব। এখনো আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, তবে সম্ভাবনা আছে। এ সপ্তাহের শেষে আমি চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দিব।”