বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
সারাবাংলা
পতাকা বৈঠকের পর বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ





কুড়িগ্রাম প্রতিনিধি
Wednesday, 12 February, 2025
2:19 PM
Update: 12.02.2025
3:25:45 PM
 @palabadalnet

শূন্যরেখার এই গাছটির ওপরেই লাগানো হয়েছিল ক্যামেরাটি। ছবি: সংগৃহীত

শূন্যরেখার এই গাছটির ওপরেই লাগানো হয়েছিল ক্যামেরাটি। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম: ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শূন্যরেখার একটি ইউক্যালিপটাস গাছের ওপর লাগানো ক্যামেরাটি খুলে নেওয়া হয়।  

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দক্ষিণ বাঁশজানি সীমান্তের অধিবাসী নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে কয়েকজন বিএসএফ সদস্য গ্রামবাসীর উপস্থিতিতে ক্যামেরাটি খুলে নেন।

বিজিবি ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রোববার রাতে পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর ৯ নাম্বার সাব পিলারের কাছে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা সিসি ক্যামেরাটি স্থাপন করেন।

ওই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিতে সম্মত হয়।

পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান। বিএসএফের নেতৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com