বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
সারাবাংলা
সাদিক আব্দুল্লাহ-আমির হোসেন আমুর বাড়িতে বুলডোজার চালালো ছাত্র-জনতা





বরিশাল ব্যুরো
Thursday, 6 February, 2025
12:49 PM
 @palabadalnet

বুলডোজার দিয়ে সাদিক আব্দুল্লাহর বাড়ির নিচতলায় আঘাত করে ভেঙে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বুলডোজার দিয়ে সাদিক আব্দুল্লাহর বাড়ির নিচতলায় আঘাত করে ভেঙে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি সাদিক আব্দুল্লাহর বাসভবনে বৃহস্পতিবার ভোররাতে ভাঙচুর করেছে ছাত্র-জনতা।

ভোররাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক কর্মী বরিশালের কালীবাড়ি রোডে অবস্থিত সাদিক আব্দুল্লাহর বাসভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বুলডোজার দিয়ে ভবনটি ভাঙার চেষ্টা করেন।

তবে, সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্র-জনতাকে সাময়িক নিবৃত করতে সক্ষম হন। তবে, রাত দেড়টার দিকে আবারও ভবনের কিছু অংশ ভাঙতে শুরু করে ছাত্র-জনতা।

তারা স্লোগান দিতে থাকেন 'আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?'

বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভবনটিতে ভাঙচুর ও বুলডোজার দিয়ে একাধিকবার ভবনের নিচের অংশে আঘাত করেন। এতে ভবনের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই ঘটনা ঘটেছে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়িতেও। ছাত্র-জনতা বুলডোজার দিয়ে তার বাড়িটি গুড়িয়ে দেয়।

পালাবদল/এসএ
 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com