বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
স্পোর্টস
হত্যা-ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ জাতীয় দলের ফুটবলার সুমাইয়ার





ক্রীড়া প্রতিবেদক
Tuesday, 4 February, 2025
10:11 PM
Update: 04.02.2025
10:17:24 PM
 @palabadalnet

জাতীয় দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। ছবি: সুমাইয়ার ফেসবুক থেকে নেওয়া

জাতীয় দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। ছবি: সুমাইয়ার ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া অভিযোগ করেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ অভিযোগ তুলে ধরেন বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই ফুটবলার।

সুমাইয়া লিখেছেন, “যেদিন থেকে আমি এই পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল সেইসব তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা যাদের বাবা-মা কেবল পড়াশোনাকেই গুরুত্ব দিতে বলেন।”

“আমি দেখাতে চেয়েছিলাম অদম্য ইচ্ছা ও নিষ্ঠা থাকলে বাধা অতিক্রম করা সম্ভব। কিন্তু, আমার শিক্ষা, পরিবার থেকে ঈদের ছুটি পর্যন্ত সবকিছু ত্যাগ করেও এমন একটি দেশের সেবা করেছি যারা আমাদের এই লড়াইটার প্রশংসা করতে জানে না। এটা ভেবে আজ আমার অনুশোচনা হচ্ছে,” যোগ করেন তিনি।

মাতসুশিমা সুমাইয়া আরো লিখেছেন “ফুটবলের জন্য আমি আমার বাবা-মায়ের সঙ্গে যুদ্ধ করেছি। ভেবেছি, দেশ আমার পক্ষে দাঁড়াবে। কিন্তু, বাস্তবতা আলাদা।”

কয়েকদিন আগে জাতীয় নারী দলের প্রধান কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে অনুশীলন থেকে নিজেদের সরিয়ে নেন ১৮ জন ফুটবলার।

বাটলারের বিরুদ্ধে মানসিক নিপীড়ন ও অপমানজনক আচরণের অভিযোগ এনেছেন তারা। এই ফুটবলারদের মধ্যে আছেন সুমাইয়াও।

বাটলার অবশ্য এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে মন্তব্য করতে অপারগতা জানিয়েছিলেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com