বুধবার ১৫ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
 
সারাবাংলা
৩ নারীকে পিটিয়ে আহত করলেন ছাত্রদল কর্মী





বরিশাল ব্যুরো
Saturday, 28 December, 2024
4:29 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল: গৌরনদীতে টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করে হামলা চালিয়ে প্রবাসীর স্ত্রীসহ তিনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দেবর ছাত্রদল কর্মী আলামিন কবিরাজের বিরুদ্ধে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের দুবাই প্রবাসী লিটন কবিরাজের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

আহত অবস্থায় প্রবাসীর স্ত্রী মাসুদা বেগম, শালিকা তামান্না আক্তার, ভাগ্নি রিতা আক্তারকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রবাসীর স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করে বলেন, গত এক সপ্তাহ পূর্বে আমার দেবর আলামিন কবিরাজ আমার কাছে ৫০ হাজার টাকা ধার চায়। ইতিপূর্বে আলামিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় পুনরায় তাকে টাকা ধার দিতে অস্বীকার করি। 

তিনি আরও বলেন, টাকা ধার না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর ২ টার দিকে আমার সঙ্গে আলামিনের বাগ-বিতন্ডা বাঁধে। একপর্যায়ে আলামিনের নেতৃত্বে ৩/৪ জনে হামলা চালিয়ে আমাকে (মাসুদা) আমার বোন (তামান্না), আমার ভাগ্নি রিতাকে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় আমাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

খবর পেয়ে স্থানীয় তিন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিন্টু তাদের সঙ্গে অসদাচরণ করে সংবাদ প্রকাশ না করার হুমকি দেয়।

অভিযুক্ত আলামিন কবিরাজ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে মারধর করি নাই। আমার বিরুাদ্ধে ভাবি অপ-প্রচার চালাচ্ছে।

গৌরনদী থানার ওসি মো, ইউনুস মিয়া বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]