বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
 
সারাবাংলা
নারায়ণগঞ্জ জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার





নারায়ণগঞ্জ প্রতিনিধি
Sunday, 10 November, 2024
10:54 PM
 @palabadalnet

 আব্দুল কাদির। ছবি: সংগৃহীত

আব্দুল কাদির। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ: জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার শহরের নিতাইগঞ্জ এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পোশাক শ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায় আব্দুল কাদিরকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শহরের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুরুতর আহত হয়ে মারা যান পোশাক শ্রমিক বদিউজ্জামান।

নিহতের স্ত্রী আদুরী খাতুন গত ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গ্রেফতার আব্দুল কাদির নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বড় বোনের স্বামী।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]