বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
সারাবাংলা
নীলফামারীতে ঘন কুয়াশা: বিঘ্নিত বিমান চলাচল





নাটোর প্রতিনিধি
Sunday, 13 October, 2024
6:50 PM
 @palabadalnet

ছবি: পালাবদল

ছবি: পালাবদল

নীলফামারী : শীত আসতে এখনও অনেক সময় বাকি থাকলেও শীতের আগাম অনুভূতি শুরু হয়েছে নীলফামারীতে। রোববার ভোর রাত থেকে কুয়াশা পড়তে থাকে নীলফামারীতে। সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় আছন্ন থাকে জেলার পথ-ঘাট। এসময় ভারী যানবাহনগুলোকে হেডলাইড জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। হেমন্তের সূচনায় এমন ঘন কুয়াশার কারণে অনেকটা বিড়ম্বনায় পড়তে হয় খেটে খাওয়া মানুষজনকে। 

স্থানীয়রা বলছেন,  হিমালয়ের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলের মানুষ প্রতিবারই একটু আগে ভাগে অনুভব করে শীতের আমেজ । কিন্তু অন্যবারের তুলনায় এ বছর এ জেলায় আরো আগে শীত নামবে বলে আশঙ্কা করছেন তারা। 

এদিকে ঘন কুয়াশার কারণে আজ রোববার নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমান ও বেসরকারি কোম্পানির এয়ার এস্ট্রার দুইটি ফ্লাইট।

ফলে ওই দুটি ফ্লাইটের সৈয়দপুরগামী ১২০ জন যাত্রীকে নিয়ে পুনরায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যেতে হয়। পরে কুয়াশা কেটে যাওয়ায় প্রায় তিন ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়।

সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে বিমান অবতরণের সিডিউল ছিল। ভোর রাত থেকে সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট দইুটি অবতরণ করতে পারেনি। 

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ভোর থেকে রানওয়েতে দেখা দেয় ঘন কুয়াশা । সকাল ৮টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার ফ্লাইট দইুটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। পরে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১১টার পর বিমান চলাচল স্বাভাবিক হয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com