বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
প্রবাস
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আটক





সংবাদদাতা
Tuesday, 13 August, 2024
12:12 AM
Update: 13.08.2024
12:25:36 AM
 @palabadalnet

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও সেলাঙ্গরে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৫৯ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। 

জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ২৫ ও ২৬ জুলাই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের সমন্বয়ে অ্যাপেটাইট অপস এবং শপিং অপস-নামে পরিচালিত অভিযানে কমপ্লেক্স দামাই এলাকা থেকে মোট ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ২২ বাংলাদেশি, ২ নেপালি, ৪ ভারতীয়, ৫ পাকিস্তানি এবং একজন ইন্দোনেশিয়ান মহিলা রয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে সেলাঙ্গরের ক্লাং উপত্যকায় ২৫ জনকে আটক করা হয়। 

কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকা, অতিবাহিত হওয়া এবং পাসপোর্টের শর্তাবলি মেনে চলতে ব্যর্থ হওয়ায় কারণে তাদের আটক করা হয়েছে। আটক ৩৪ অভিবাসী ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী আরও তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে। 

এদিকে অনুমতিপত্র, পরিচয় নথি ছাড়া কাজ করার অপরাধে ২৫ জুলাই সেলাঙ্গরের ক্লাং উপত্যকার আশপাশে ২৬টি প্রাঙ্গণে অভিযান চালিয়ে মোট ২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন। 

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের ১৮ জন পুরুষ ও সাতজন নারী রয়েছে। এসব অবৈধ অভিবাসীরা হকার, মুদি দোকানের কর্মী, রেস্তোরাঁর কর্মী, নাপিত, বিনোদনকেন্দ্রে ওয়েটার এবং গাড়ির ওয়ার্কশপের কর্মী হিসাবে কাজ করত। আরও তদন্তের জন্য সেমেনিসহ ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com