মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫ আশ্বিন ১৪৩২
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫
 
জাতীয়
শাহবাগে আজও জুলাই যোদ্ধাদের অবস্থান





নিজস্ব প্রতিবেদক
Friday, 1 August, 2025
12:13 PM
 @palabadalnet

আজ সকাল ১১টার দিকে অবস্থান কর্মসূচি শুরু হয়। তাদের দাবির মধ্যে আছে, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা। ছবি: পলাশ খান ছবি: সংগৃহীত

আজ সকাল ১১টার দিকে অবস্থান কর্মসূচি শুরু হয়। তাদের দাবির মধ্যে আছে, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা। ছবি: পলাশ খান ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর শাহবাগ মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। তাদের দাবির মধ্যে আছে, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা।

আজ শুক্রবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, আন্দোলনকারীদের একটি অংশ গত রাতে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। বাকিরা আজ সকালে তাদের সঙ্গে যোগ দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, থেমে থেমে বৃষ্টি পড়লেও আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রাখেন। ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এ মোড়ে যানবাহন চলতে দেখা যায়নি।

এই রুটের যানবাহন বিকল্প রুটে সরিয়ে দেওয়া হয় বলে জানান ওসি।

আজ সকাল ১১টার দিকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে ছিলেন। কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।

পুলিশ জানিয়েছে, তবে ছুটির দিন হওয়ায় পরিস্থিতি তুলনামূলকভাবে কিছুটা স্বাভাবিক আছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com