বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
ক্রিকেট
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ার পর আব্বাসের ফোনে কয়েক হাজার নোটিফেকশন





স্পোর্টস ডেস্ক
Sunday, 30 March, 2025
7:29 PM
 @palabadalnet

মুহাম্মদ আব্বাস। এএফপি

মুহাম্মদ আব্বাস। এএফপি

ওয়ানডে অভিষেকেই রেকর্ড গড়ে ফেলেছেন মুহাম্মদ আব্বাস। তাও আবার নিজের জন্মভূমি যেটা, সেই পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে। ওয়ানডে অভিষেকে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি এখন তার, কাল পাকিস্তানের বিপক্ষে ২৪ বলে ফিফটি করা আব্বাস আউট হয়েছেন ২৬ বলে ৫২ রান করে

ওই রেকর্ডের কথা কখন জানতে পারলেন? নিউজিল্যান্ড ক্রিকেটের মিডিয়া বিভাগের পাঠানো এক অডিওতে আব্বাস বলেন, “আমার কোনো ধারণা ছিল না, ড্রেসিংরুমে কেউ একজন আমাকে বলেছিল। মনে করতে পারছি না কে বলেছিল, তবে আমি এখনো বিশ্বাস করতে পারছি না।”

মুহাম্মদ আব্বাসের আন্তর্জাতিক অভিষেক নিউজিল্যান্ডের হয়ে হলেও তার জন্ম আসলে পাকিস্তানের লাহোরে। বাবা আজহার আব্বাস পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। তবে পরে নিউজিল্যান্ডে এসেই থিতু হয়েছেন তিনি। তার সঙ্গে ঠিকানা বদলে গেছে আব্বাসেরও।

এখানে এসেও ক্রিকেটকে ছাড়েননি আজহার। খেলোয়াড়ি-জীবন শেষে এখন আজহার ওয়েলিংটনের সহকারী কোচ। তার ছেলে মুহাম্মদ আব্বাসও ক্রিকেটার হয়েছেন, খেলেন ওয়েলিংটনের হয়ে। এবার হয়ে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকও।

সেই অভিষেক যে এত রঙিন হবে, ভাবতে পারেননি আব্বাসও। প্রথম ম্যাচেই এমন একটা ইনিংসের পর রীতিমতো অভিনন্দন বন্যায় ভাসছেন ২১ বছর বয়সী এই কিউই ব্যাটসম্যান, “আমার ফোনে মনে হয় কয়েক হাজার নোটিফেকশন এসেছে। পাকিস্তান, যুক্তরাজ্য সব জায়গা থেকেই মেসেজ পাচ্ছি।”

আব্বাসের রেকর্ড গড়া ম্যাচ কিউইরা জিতেছে ৭৩ রানে। গ্যালারিতে বসে তার খেলা দেখেছেন মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা। এই অনুভূতি কেমন? আব্বাস বলেছেন, “এটা স্বপ্নের মতো।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com