বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
দক্ষিণ এশিয়া
হাসিনাবিরোধী জনরোষ সম্পর্কে অবগত ছিল ভারত, তেমন কিছু করার ছিল না: জয়শঙ্কর





পালাবদল ডেস্ক
Monday, 24 March, 2025
1:03 AM
 @palabadalnet

এস জয়শঙ্কর। ফাইল ছবি

এস জয়শঙ্কর। ফাইল ছবি

গত বছরের ৫ আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের আগেই বাংলাদেশে হাসিনাবিরোধী জনরোষ তৈরি হওয়ার ব্যাপারে ভারত অবগত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

গত শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শক কমিটির সদস্যদের এই কথা জানিয়েছেন জয়শঙ্কর। তবে, শেখ হাসিনার ওপর পর্যাপ্ত প্রভাব না থাকায় 'পরামর্শ' দেওয়া ছাড়া ভারত তেমন কিছু করার পরিস্থিতিতে ছিল না বলেও পার্লামেন্ট সদস্যদের জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শক কমিটির সদস্যরা ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনার জন্য জয়শঙ্করের সঙ্গে ওই বৈঠক করেন। বৈঠকে প্রতিবেশী দেশগুলোর - বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, জয়শঙ্করের ইঙ্গিত ছিল, অন্যান্য প্রধান অংশীদারদের মতো - বাংলাদেশের ভেতরের উত্তাল পরিস্থিতি সম্পর্কে ভারত অবগত ছিল। এ প্রসঙ্গে, তিনি জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন।

তিনি সম্প্রতি বিবিসির এক অনুষ্ঠানে বলেছিলেন, বাংলাদেশে জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে দমন–পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ।

“আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয়, তার অর্থ দাঁড়াবে তারা হয়ত আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না,” বলেন ভলকার টুর্ক।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com