বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
মিডিয়া
মার্কিন রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সম্প্রচার কর্মসূচির বাজেট বাতিল নিয়ে সতর্ক করলেন ডিডাব্লিউ প্রধান





ডয়চে ভেলে
Tuesday, 18 March, 2025
1:56 PM
Update: 18.03.2025
1:58:09 PM
 @palabadalnet

ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ

ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ

মার্কিন রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সম্প্রচার কর্মসূচির বাজেট বাতিল করার হোয়াইট হাউসের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ।

জার্মান আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলের প্রধান পেটার লিমবুর্গ সোমবার ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) -এর ওপর ব্যাপক কাটছাঁটের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। লিমবুর্গ মনে করেন, মার্কিন গণমাধ্যমে এমন সিদ্ধান্ত যে শূন্যতা তৈরি হবে, চীন ও রাশিয়া তা পূরণের চেষ্টা করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলে সম্প্রচার মাধ্যম রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (আরএফই/আরএল) -এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই পদক্ষেপের মধ্যে আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ভয়েস অফ আমেরিকার কর্মীদের ব্যাপক ছাঁটাইয়ের সিদ্ধান্তও রয়েছে।

লিমবুর্গ সতর্ক করে বলেছেন, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমগুলোর মধ্যে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের পশ্চাদপসরণের ফলে যে শূন্যতা তৈরি হবে, তা পূরণ করার চেষ্টা করবে মস্কো এবং বেইজিংয়ের মতো কর্তৃত্ববাদী সরকারগুলো।

তিনি বলেন, “ট্রাম্প যা করেছেন, তা হলো স্বাধীনতাকে দুর্বল করা এবং স্বৈরাচারকে শক্তিশালী করা।” লিমবুর্গ আরো বলেন, ডিডাব্লিউ এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থাগুলো এতটা শূন্যতা পূরণ করতে পারবে না।

“ইউরোপে আমাদের সহকর্মীদের পূর্ববর্তী অভিজ্ঞতার ভিত্তিতে, যতক্ষণ পর্যন্ত শূন্যতা থাকবে, চীনা এবং রাশিয়ানরা হস্তক্ষেপ করবে, এবং এটি দুঃখজনক,” বলেছেন লিমবুর্গ।

তিনি বলেন, “এজন্যই আমি বিশ্বাস করি যে, ইউরোপকে জরুরি ভিত্তিতে, অতি জরুরি ভিত্তিতে কিছু করতে হবে। এটি কোনো তুচ্ছ বিষয় নয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।”

কর্তৃত্ববাদী সরকারগুলোর বিভ্রান্তি প্রচারের ঝুঁকির ফলে, ইউরোপের রাজনৈতিক নেতাদের তাদের নিজস্ব আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন ডয়চে ভেলের প্রধান।

ফেডারেল সরকারের নানা সংস্থায় ব্যাপক কাট-ছাঁটের অংশ হিসাবে ট্রাম্প শুক্রবার ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএসএজিএম-কে লক্ষ্য করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

২০২৩ অর্থবছরে সংস্থাটির তিন হাজার ৩৮৪ জন কর্মী ছিলেন এবং চলতি অর্থবছরের জন্য সংস্থাটি ৯৫০ মিলিয়ন ডলার চেয়েছিল 

ইউএসএজিএম-এর অধীনে থাকা গণমাধ্যমগুলো প্রতি সপ্তাহে ৬৩টি ভাষায় প্রচারিত হয় এবং শতাধিক দেশে প্রায় ৪২ কোটি মানুষের কাছে পৌঁছায়।

জার্মানির ডিডাব্লিউ এবং আমেরিকার ইউএসএজিএম উভয়েই ডিজি এইট নেটওয়ার্কের সদস্য। এই নেটওয়ার্কে আটটি আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা রয়েছে।

নেটওয়ার্কের অন্যান্য সদস্যরা হচ্ছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন, যুক্তরাজ্যের বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, সিবিসি/রেডিও-ক্যানাডা, ফ্রঁন্স মিডিয়া মোন্দ, এনএইচকে ওয়ার্ল্ড-জাপান এবং সুইস সম্প্রচারক এসআরজি এসএসআর।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com