ঢাকা: অর্থপাচারের অভিযোগ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ইসলামী ব্যাংকের সাবেক ও বর্তমান ১২ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আহসানুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে। সাইফুল ও তার পরিবারের বিরুদ্ধে বিদেশে প্রায় ১০০ কোটি ডলার পাচারের অভিযোগের তদন্ত করছে দুদক।
দুদকের উপপরিচালক আবু সাঈদের সই করা একটি চিঠি ইতোমধ্যে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি আহসানুলসহ ১২ জনকে দুদকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার দুদক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
আহসানুল ছাড়া ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজমুল হুদা সিরাজী, সাবেক ভাইস প্রেসিডেন্ট দিলরুবা হায়াত, এফএভিপি মো. আবু হানিফ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরিফুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ মোহাম্মদ কাশেমকে ২৬ ফেব্রুয়ারি হাজির হতে বলেছে দুদক।
এছাড়া, নির্বাহী কমিটির সদস্য জামাল মোস্তফা চৌধুরী, বোর্ড পরিচালক মো. সারোয়ার হোসেন, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শামসুদ্দোহা, ইভিপি মীর রহমতুল্লাহ, এসইভিপি আবু সাঈদ মো. ইদ্রিস এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. রেজাউল করিমকে ২৭ ফেব্রুয়ারি হাজির হতে বলা হয়েছে।