বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
 
রাজনীতি
মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত প্রবন্ধ প্রত্যাহার করল ছাত্রশিবিরের প্রকাশনা





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 29 January, 2025
11:46 PM
Update: 29.01.2025
11:56:29 PM
 @palabadalnet

ঢাকা: মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত প্রবন্ধ প্রত্যাহার করেছে ইসলামি ছাত্রশিবিরের প্রকাশনা ছাত্র সংবাদ।

নিজেদের ফেসবুক পেজে আজ বুধবার দেওয়া এক বিবৃতিতে ছাত্র সংবাদ বলেছে, ‘মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ছাত্র সংবাদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধ অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সঙ্গে ২০২৪–এর ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।’

ছাত্র সংবাদ জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটি প্রকাশনা। প্রবন্ধ প্রত্যাহার করে ছাত্র সংবাদের ফেসবুক পেজে দেওয়া বিবৃতি ছাত্রশিবির তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছে।

ছাত্র সংবাদের ডিসেম্বর-২০২৪ সংখ্যায় ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক প্রবন্ধে বলা হয়েছিল, সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল।

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত এই মন্তব্যের পর ছাত্র সংবাদ সমালোচনার মুখে পড়ে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার এক ফেসবুক পোস্টে লেখেন, ‘বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে। তবে এটাও সত্য যে, মুক্তিযুদ্ধ করা অনেকেই ফ্যাসিস্ট ও তাবেদার হয়ে উঠেছিলেন। আজ তারা ছাত্র-জনতার কাছে পরাজিত হয়েছেন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন, তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য।’

ছাত্রদল আজ এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস ‘অবমাননার’ নিন্দা জানিয়ে শিবিরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

ছাত্রদল আরও বলেছে, ছাত্রশিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসে ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব’ স্লোগান দিয়ে র‍্যালি করে, অন্যদিকে নিজেদের প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেওয়াকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করবে, মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে; এটি সুস্পষ্ট দ্বিচারিতা।

প্রবন্ধ প্রত্যাহার করে ছাত্র সংবাদ বিবৃতিতে বলেছে, ঐতিহ্যগতভাবে তারা মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে। পত্রিকাটি মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর-২০২৪ সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রশিবির সম্পর্কে ছাত্র সংবাদ দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সব সময় শ্রদ্ধাশীল।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]