বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
রাজনীতি
‘মঙ্গল শোভাযাত্রা’ আমদানি করা সংষ্কৃতি ছিল: রিজভী





নিজস্ব প্রতিবেদক
Sunday, 13 April, 2025
6:19 PM
 @palabadalnet

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পরিদর্শনে যান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পরিদর্শনে যান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, শুরুতে এটা ছিল আনন্দ শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা আমদানি করা সংস্কৃতি, এটা আমাদের মূল সংস্কৃতি না। আমরা জলচৌকিকে জলচৌকিই বলব। পানি পান করাকে পানি পানই বলব। এগুলো পরিবর্তন হবে না।

রিজভী আরও বলেন, “পদ্মা-মেঘনার যে স্রোতধারা, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের যে বহমানতা-সেই ধারা আমরা অব্যাহত রাখব।”

তিনি বলেন,“আজকে চারুকলা ইনস্টিটিউটে এসে দেখলাম ফ্যাসিবাদী আক্রমণের নানা ধরনের চিত্র। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

বিএনপির এই নেতা বলেন, “এর মধ্যেও যে সমস্ত শিক্ষক-শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করে বিরাট কর্মযজ্ঞ করছেন, আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের এই অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আগামীকালের পয়লা বৈশাখ, আনন্দ শোভাযাত্রা অত্যন্ত বর্ণাঢ্য হবে এবং আমাদের উৎসবের প্রাঙ্গণকে রঙিন করে তুলবে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com