বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
বিদেশ
স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প





পালাবদল ডেস্ক
Sunday, 13 April, 2025
5:55 PM
 @palabadalnet

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার এবং আরো কয়েকটি ইলেকট্রনিক ডিভাইসের ওপর থেকে তার নতুন ঘোষিত পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ মওকুফ করেছে, যার মধ্যে চীনা পণ্যও রয়েছে।

নতুন শুল্কনীতির কারণে স্মার্টফোন, কম্পিউটার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের দাম আকাশচুম্বী হতে পারে - মার্কিন প্রযুক্তি কোম্পানিসমূহ এমন উদ্বেগ প্রকাশের পরই ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিল। কারণ এসব গ্যাজেটের বেশিরভাগই চীনে তৈরি হয়।

চীন থেকে এসব পণ্য আমদানিতে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন কাস্টমস এবং বর্ডার পেট্রোল জানিয়েছে, বেশিরভাগ দেশের ওপর ট্রাম্প যে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, সে শুল্ক এবং চীনের ওপর আরোপিত উচ্চ হারের সম্পুরক শুল্কের আওতার বাইরে থাকবে এসব পণ্য।

এ সিদ্ধান্তকে চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের পর প্রথম উল্লেখযোগ্য ছাড় হিসেবে দেখা হচ্ছে।

একজন বাণিজ্য বিশ্লেষক একে ‘গেইম-চেঞ্জার পরিস্থিতি’ অর্থাৎ যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন।

শনিবার মিয়ামি ভ্রমণের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি আগামী সপ্তাহের শুরুতে শুল্ক ছাড়ের আরও বিশদ বিবরণ দেবেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com