বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
অর্থ-বাণিজ্য
মার্চে রেমিট্যান্স এসেছে রেকর্ড ২.৯৪ বিলিয়ন ডলার





নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 March, 2025
7:22 PM
 @palabadalnet

ঢাকা: চলতি মার্চের প্রথম ২৬ দিনে দেশে রেকর্ড দুই দশমিক ৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের একই সময়ের তুলনায় ৮২ দশমিক ৪৬ শতাংশ বেশি রেমিট্যান্স এলো দেশে।

সংশ্লিষ্টরা জানান, ঈদুল ফিতরের কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এ মাসের শেষ নাগাদ রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যা এক মাসের সর্বোচ্চ।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, “ঈদ ছাড়াও রাজনৈতিক পটপরিবর্তনের পর হুন্ডি ও অন্যান্য অবৈধ চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় রেমিট্যান্স বেশি আসছে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com