বুধবার ৩০ এপ্রিল ২০২৫ ১৭ বৈশাখ ১৪৩২
বুধবার ৩০ এপ্রিল ২০২৫
 
রাজধানী
ছিনতাইকালে জনতার ধাওয়ায় বুড়িগঙ্গায় ঝাঁপ, সাঁতরে ওঠার পর গণপিটুনিতে নিহত ১





নিজস্ব প্রতিবেদক
Friday, 21 March, 2025
2:09 PM
 @palabadalnet

 প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকালে স্থানীয় জনতার ধাওয়ায় বুড়িগঙ্গা নদী সাঁতরে পালানোর সময় চকবাজার এলাকায় গণধোলাইয়ে একজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চকবাজারের চম্পাতলী এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সোয়া ৭টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় কয়েকজন ছিনতাই করছিলেন। তবে স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করেন। তখন কয়েকজন পালিয়ে গেলেও তিনজন নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসেন। এসময় ওপার থেকে স্থানীয়রা চিৎকার করতে থাকেন। তিনজন নদী সাঁতরে চম্পাতলী ঘাটে ওঠলে তাদের মধ্যে দুজনকে আটক করে গণধোলাই দেন স্থানীয়রা। একজন পালিয়ে যান।

তিনি আরও জানান, গণধোলাইয়ের শিকার দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় গণধোলাইয়ের শিকার আরও একজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

এসআই জানান, ছিনতাইকারীদের বয়স ২০ থেকে ২৫ বছর। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com