বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫
 
বিদেশ
কানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের





পালাবদল ডেস্ক
Wednesday, 12 March, 2025
11:58 AM
 @palabadalnet

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা কানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দিয়েছেন।

দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র আকার ধারণ করার মধ্যেই ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন।

এ নিয়ে প্রতিক্রিয়ায় অন্টারিওর প্রিমিয়ের বা মুখ্যমন্ত্রী বলেছেন,"আমরা পিছু হটব না”। ট্রাম্পকে এই অবস্থান থেকে সরে আসার আহবান জানান তিনি।

ট্রাম্প জানিয়েছেন, বুধবার থেকে এই শুল্ক কার্যকর হবে এবং তিনি সংশ্লিষ্ট মার্কিন রাজ্যগুলোতে ‘বিদ্যুৎ সংক্রান্ত জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করবেন।

ট্রাম্প নতুন এই ঘোষণা এমন এক সময়ে নিয়েছেন যখন ২০২৫ সালের মধ্যে এটি মার্কিন শেয়ারবাজারের সবচেয়ে খারাপ দিন হিসেবে চিহ্নিত হয়েছে।

যেখানে ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতির ফলে বিনিয়োগকারীদের মধ্যে গভীর শঙ্কা তৈরি হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com