(বাঁ দিক থেকে) জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি
তিন বছর পূর্তির মুখে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার ইঙ্গিত মিলেছে সোমবার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার তা মেনেও নিল। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ইউক্রেনে যুদ্ধ থামানোর প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার সৌদি আরবে ওয়াশিংটন-মস্কো উচ্চপর্যায়ের প্রতিনিধি স্তরের বৈঠক হবে।
এই আবহে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সৌদি আরবে যাচ্ছেন সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শামিল হতে পারেন তিনি। প্রসঙ্গত, রোববার রাতে ট্রাম্প জানিয়েছিলেন ইউক্রেন যুদ্ধে ইতি টানতে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পুতিনের মনোভাব ‘ইতিবাচক’ বলেও দাবি করেছিলেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার মুখোমুখি বৈঠক হবে বলেও জানিয়েছিলেন ট্রাম্প।
এর পরেই সোমবার ক্রেমলিনের তরফে ওই বিবৃতি দেওয়া হয়। জেলেনস্কি এবং আমেরিকারপররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও দু’জনেই বর্তমানে সংযুক্ত আরব আমিরাত রয়েছেন। সৌদিতে আমেরিকা-রাশিয়া বৈঠকে তিনি হাজির থাকবেন বলে ট্রাম্প প্রশাসন সূত্রের খবর।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণার পরেই দু’পক্ষের যুদ্ধ শুরু হয়েছিল। পুতিনের সঙ্গে ব্যক্তিগত সমীকরণে ভর করে ট্রাম্প তাতে ইতি টানতে পারেন কি না, তা নিয়েই রয়েছে কৌতূহল।