মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
 
বিদেশ
ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু





পালাবদল ডেস্ক
Monday, 4 August, 2025
2:54 PM
 @palabadalnet

প্রতীকী ছবি/ রয়টার্স

প্রতীকী ছবি/ রয়টার্স

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। বিবিসির খবরে বলা হয়েছে, রোববার খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন প্রধান আবদুসাত্তার এসোয়েভের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের কাছে নৌকাটি ডুবে যায় এবং ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ১২ জনকে উদ্ধার করা হলেও অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

হতাহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

আফ্রিকা থেকে কাজের সন্ধানে উপসাগরীয় আরব দেশগুলোতে কাজের খোঁজে যেতে অভিবাসীদের জন্য ইয়েমেন গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়। আইওএম জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে বহু অভিবাসী নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খানফার জেলায় ৫৪ জন অভিবাসীর মরদেহ উপকূলে পাওয়া গেছে এবং আরও ১৪টি মরদেহ জিনজিবারের একটি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com