সোমবার ৩ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
সোমবার ৩ নভেম্বর ২০২৫
 
চট্টগ্রাম সিটি
চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড





চট্টগ্রাম ব্যুরো
Thursday, 31 July, 2025
3:06 PM
 @palabadalnet

চট্টগ্রাম: সাড়ে আট বছর আগে চট্টগ্রামে যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এই রায় দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এস ইউ এম নুরুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম মোহাম্মদ এসকান্দর। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আবু সাঈদ বলেন, এসকান্দর পলাতক রয়েছেন। তিনি জামিনে গিয়ে পালান। তার বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

মামলার এজাহার, অভিযোগপত্র ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলীর মিনু আক্তারের সঙ্গে রাউজান শাহানগর এলাকার এসকান্দরের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মিনুকে নির্যাতন করে আসছিলেন এসকান্দর। ২০১৭ সালের ১ জানুয়ারি যৌতুকের জন্য কথা-কাটাকাটির এক পর্যায়ে মিনুকে শ্বাস রোধে হত্যা করেন এসকান্দর।

এ হত্যার ঘটনায় মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আসামি এসকান্দরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দিলেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com