শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
 
বিদেশ
তেল আবিবে ইরানের সর্বশেষ হামলায় বহু ভবন ধ্বংস





পালাবদল ডেস্ক
Sunday, 22 June, 2025
9:04 PM
 @palabadalnet

তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত। ছবি: রয়টার্স

তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত। ছবি: রয়টার্স

তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির জরুরি উদ্ধারকারীরা।

জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) বলছে, “এটি এখন একটি বৃহৎ ধ্বংসস্তূপের এলাকা। একাধিক দ্বিতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ভবন ধসে পড়েছে।”

জরুরি সেবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশপাশের অন্যান্য ভবনেরও বড় ধরনের ক্ষতি হয়েছে।

সিএনএন জানিয়েছে, জরুরি উদ্ধারকারীদের বড় একটি দলকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গেছে।

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের জায়গায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দলকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

উত্তরের শহর হাইফাতেও ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের তথ্য নিশ্চিত করেছেন শহরের এক কর্মকর্তা।

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

ইসরায়েলের জরুরি সেবাদানকারীরা আগেই বলেছিলেন যে, তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সাম্প্রতিক ঢেউয়ের পর অন্তত ১০টি স্থানে রওনা হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, “ক্ষেপণাস্ত্রের আঘাতের তথ্য পাওয়া গেছে, সারাদেশে এমন একাধিক স্থানে কাজ করছে উদ্ধারকারী বাহিনী।”

তেল আবিবে সর্বশেষ হামলায় ১১ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে এমডিএ।

এদিকে, গতরাত ও আজ রোববার সকালে ইরানের নতুন হামলায় আহত ৮৬ ইসরায়েলি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা বলছে, তাদের মধ্যে দুজন মাঝারি ও ৭৭ জন সামান্য আহত এবং চারজন আতঙ্কে ভুগছেন। আরও তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ১৩ জুন ইরানে অতর্কিতে আক্রমণ শুরুর পর দেশটির পাল্টা হামলায় দুই হাজার ৮৩৫ ইসরায়েলি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনের অবস্থা গুরুতর, ১০৭ জন মাঝারি ও দুই হাজার ৫৫৫ জন সামান্য আহত এবং ১১৯ জন আতঙ্কে ভুগছেন।
 
পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com