বুধবার ২৫ জুন ২০২৫ ১১ আষাঢ় ১৪৩২
বুধবার ২৫ জুন ২০২৫
 
জাতীয়
আবদুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা





নিজস্ব প্রতিবেদক
Monday, 9 June, 2025
5:22 PM
 @palabadalnet

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তদন্ত করার পর যে দোষী তাকে আইনের আওতায় নেওয়া হবে।

আজ সোমবার সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

সাবেক এই রাষ্ট্রপতি দেশে ফিরলেও তার বিরুদ্ধে কেন এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইনভেস্টিগেশন (তদন্ত) হওয়ার পরে যে দোষী হবে, তাকে আইনের আওতায় নেওয়া হবে। আপনারাই কিন্তু সবসময় বলছেন যে, নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। এজন্য আমাদের ইনভেস্টিগেশন করতে দেন। ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউকেই আইনের বাইরে রাখা হবে না, তাকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব।

“আপনারাই আমাকে রিকোয়েস্ট করেছেন, আপনারাই বলছেন, আপনাদের কথাই আমি রাখতেছি যে, প্রমাণিত না হলে কেন একটা নির্দোষ লোককে সাজা দেবো। দোষী যে হবে তাকে আমরা শাস্তি দেবো।”

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদের বিষয়ে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, এই ঘটনায় উপদেষ্টাদের তিনজনের একটা কমিটি হয়েছে। উনাদের ওই রিকমেনডেশনটা পাওয়ার পরে দোষী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি দোষী না হয়, তারা আবার যার যার জায়গায় ফিরে আসবেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com