ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কারোলিন লিভিট প্রথমবারের মতো হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেছেন। ছবি: এএফপি
এবার হোয়াইট হাউসেও ভিডিও ধারণের জন্য ঢুকতে পারবেন টিকটকের কন্টেন্ট ক্রিয়েটর ও পডকাস্টাররা। ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কারোলিন লিভিট হোয়াইট হাউসের প্রেস পাসের জন্য টিকটকার ও পডকাস্টারদের আবেদনের আহ্বান জানিয়েছেন।
মূলধারার মিডিয়াকে প্রায়ই 'গণশত্রু' আখ্যা দিয়ে বক্তব্য দেন ট্রাম্প। এখন তিনি টিকটকার ও পডকাস্টারদের মাধ্যমে তার সমর্থকদের কাছে পৌঁছানোর কৌশল গ্রহণ করেছেন বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথমবারের মতো ব্রিফিং করেন ২৭ বছর বয়সী লিভিট। তিনি বলেন, 'ডোনল্ড ট্রাম্পের কল্যাণে ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে হোয়াইট হাউজের এই কক্ষটিকে নিউ মিডিয়ার জন্য উন্মুক্ত করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।'
“আপনি যদি টিকটক কন্টেন্ট ক্রিয়েটর হন, ব্লগার হন, পডকাস্টার হন, আপনি যদি নিউজ কনটেন্ট তৈরি করেন... তাহলে এই মহান জায়গায় ঢুকতে প্রেস ক্রেডেনশিয়ালের জন্য আবেদন করতে পারবেন,” বলেন তিনি।
ট্রাম্প নির্বাচনী প্রচারে প্রধান টিভি নেটওয়ার্কগুলো এড়িয়ে জো রোগান এক্সপেরিয়েন্সের মতো ডানপন্থী পডকাস্টারদের শোতে গিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, নিউ মিডিয়ার প্রতি এই ঝোঁক ট্রাম্পের রাজনৈতিক কৌশলেরই অংশ।