বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
 
ক্রিকেট
বিপিএলে পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার কিছু নেই: বিসিবি





ক্রীড়া প্রতিবেদক
Saturday, 25 January, 2025
10:30 PM
 @palabadalnet

বিপিএলে পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার কিছু নেই: বিসিবি

বিপিএলে পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার কিছু নেই: বিসিবি

ঢাকা: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার ইস্যু যেন থামতে চাইছে না। বেশিরভাগ ফ্র‍্যাঞ্চাইজি মানছে না পারিশ্রমিক দেওয়ার নিয়ম। এমনকি দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংসের বিরুদ্ধে অভিযোগ, তারা অনেক ক্রিকেটারকে কোনো টাকাই দেয়নি।

বোর্ড পরিচালকদের ১৭তম সভার পর শনিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু। তারা নানা বিষয়ের পাশাপাশি ২০২৫ বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকঠাক না দেওয়ার ইস্যুতে কথা বলেন।

বিসিবি পরিচালক ইফতেখার ক্রিকেটারদের আশ্বস্ত করে বলেছেন পদক্ষেপ নেওয়ার কথা, “আমরা সম্প্রতি দেখছি, কিছু দলের ক্রিকেটারদের পারিশ্রমিক ও অন্যান্য বিষয়ে সমস্যা হচ্ছে। আমরা এটা আমলে নিয়েছি এবং ইতোমধ্যে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছি। বিপিএলের সঙ্গে আমাদের নাম ও বিসিবির সম্মান জড়িত। তাই এটা সিরিয়াসলি দেখব। ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা (বিসিবি) এটা দেখব।”

এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার দায় অস্বীকার করেননি তিনি, “আমরা ইতোমধ্যে সকল ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষদের ডেকেছি। ইতোমধ্যে যেসব হয়েছে তা আমরা মেনে নিচ্ছি।”

বিপিএলে নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে দিতে হয় ২৫ শতাংশ, টুর্নামেন্টের মাঝে ৫০ শতাংশ ও টুর্নামেন্ট শেষের পর বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করতে হয়।

আরেক বিসিবি পরিচালক মাহবুব বলেছেন, ফ্র‍্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দূরত্ব মেটাতে আলোচনায় বসবে বিপিএল গভর্নিং কাউন্সিল, “এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এই ব্যাপারে তাৎক্ষনিক যে সিদ্ধান্ত নেওয়ার বা পদক্ষেপ নেওয়ার সেটা বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা মিলে বসে আলোচনা করে নিব। বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। আমাদের সেই দূরত্বগুলো মেটাতে হবে এবং ক্রিকেটারদের আশ্বস্ত করতে হবে যে বিপিএলের পারিশ্রমিকের যে নিয়ম আছে তা মেনে চলতে হবে (ফ্র‍্যাঞ্চাইজিগুলোকে)।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]