বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
 
রাজনীতি
রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কে, সিদ্ধান্ত নেবে জনগণ: ফখরুল





নিজস্ব প্রতিবেদক
Saturday, 2 November, 2024
11:29 PM
 @palabadalnet

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: যেকোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে মত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কে? দেশের জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

জাতীয় পার্টি নিষিদ্ধ করতে একটি মহলের দাবির বিষয়ে সাংবাদিকদের বক্তব্য জানতে চাইলে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, “যেটি কোনো ইস্যুই নয়, সেটিকে নতুন করে ইস্যু বানানো হলো ষড়যন্ত্রের অংশ।”

বিএনপির এই নেতা বলেন, “দেশকে অস্থিতিশীল করার এবং দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে।”

এর আগে, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্র্যাক সেন্টার ইনে এক স্মরণসভায় যোগ দেন তিনি।

ফখরুল বলেন, “একজন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে সাবিহ উদ্দিন আহমেদ দেশের মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকবেন।”

তিনি বলেন, “সাবিহ উদ্দিন আহমেদ সারাজীবন দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন।”

ফখরুল আরও বলেন, “ক্রীড়ানুরাগী সাবিহ উদ্দিন আহমেদ ছিলেন শক্তিশালী একজন মানুষ। বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত দেখতে পারলে তিনি খুশি হতেন।“

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামসহ আরও অনেকে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]