বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
 
রাজধানী
এমআরটি পাস রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত





নিজস্ব প্রতিবেদক
Friday, 1 November, 2024
8:01 PM
Update: 01.11.2024
8:12:49 PM
 @palabadalnet

ঢাকা: মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন ও পুনরায় ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে একক যাত্রার পাস দেওয়া যথারীতি চালু থাকবে।

আজ শুক্রবার সন্ধ্যায় মেট্রোরেল পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ দ্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তথ্য আপডেট ও ইন্টিগ্রেশন এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সাময়িকভাবে এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।

এদিকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, অনিবার্য কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত এমআরটি কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু সেবা বন্ধ থাকবে। 

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]