বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
 
শিক্ষাঙ্গন
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩.৪০, জিপিএ-৫ পেলেন ৯৬১৩ জন





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 October, 2024
3:58 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: সারাদেশে আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। আর আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সব বোর্ডের পরীক্ষার ফলাফল এক যোগে প্রকাশ করা হয়।

সেখানে দেখা যায় চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থী ছিল ৮৮ হাজার ৬১৪ জন। এদের মধ্যে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৫ হাজার ৫৭৮ জন। এছাড়া এই বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ।

এ বছর কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫এ বছর কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫
চলতি বছর মাদ্রাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৯৬১৩ জন। এদের মধ্যে জিপিএ ৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৪ হাজার ৭৫৩ জন এবং ছাত্রের সংখ্যা ৪ হাজার ৭০৮ জন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৯৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন ও ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮.৬৪ শতাংশ। সেই হিসাবে পাসের হারও কিছুটা কমেছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]