বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
 
সারাবাংলা
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর দেশে ফিরল ৩ ছাগল





দিনাজপুর প্রতিনিধি
Tuesday, 13 February, 2024
10:08 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুর: হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত পার হয়ে ভারতে চলে যায় তিনটি ছাগল। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ছাগল তিনটি দেশে ফিরিয়ে আনা হয়।

আজ মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের ৬নং বিজিবি পোস্টে সীমান্তের শূন্য রেখায় বিএসএফের এসআই রাজেস বালুদাহ ও বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমানের হাতে ছাগলগুলো বুঝিয়ে দেন।

পরে স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামের কাছে বিজিবির সদস্যরা ছাগলগুলো হস্তান্তর করেন। 

ছাগল তিনটির মালিক বাংলাদেশের চায়না বেগম। তিনি ধরন্দা এলাকার বাসিন্দা।

ছাগল তিনটি হাতে পেয়ে তিনি বলেন, “গতকাল খাবার খেতে তিনটি ছাগল বাসা থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ভারতে চলে গেছে জানতে পেরে বিজিবি সদস্যদের বিষয়টি জানাই। তারা আজকে আমার ছাগলগুলো ফিরিয়ে এনে দিয়েছে। ছাগলগুলো পেয়ে আমি অনেক খুশি।”

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, “এক নারীর তিনটি ছাগল ভারতে চলে গিয়েছিল। সেগুলো বিএসএফ সদস্যরা তাদের হেফাজতে রাখে। আজ মঙ্গলবার তাদের সাথে যোগাযোগ করে ছাগলগুলো ফিরিয়ে আনা হয় এবং স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ছাগলগুলো পরিবারটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]