![]()
২০১৯ সালে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হারানো ইউনাইটেড ন্যাশনাল পার্টি সরকারের প্রতিমন্ত্রী ছিলেন রামানায়েকে। খবর আল জাজিরার। মঙ্গলবার শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট ৫৭ বছর বয়সী রামানায়েকেকে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ২০১৭ সালে তিনি কলম্বোতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেছিলেন। আদালতের বিশ পৃষ্ঠার রায়ে বলা হয়, তাকে আদালত অবমাননার দায়ে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আদালত বলেন, তিনি তার দোষ স্বীকার করেছেন। তিনি বলেছিলেন, দেশের অধিকাংশ বিচারক দুর্নীতিপরায়ণ। তারা টাকার বিনিময়ে কাজ করে। রামানায়েকে সে সময় প্রেসিডেন্ট মৈথিরিপালা সিরিসেনার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি বিচারকদের নিয়ে এমন মন্তব্য করেছিলেন। পালাবদল/এমএ
|