![]()
বিবৃতি দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘মিয়ানমারের প্রয়োজন অনুযায়ী মহামারি প্রতিরোধে যা লাগবে, চীন সেসব সরবরাহ অব্যাহত রাখবে। আমরা বিনামূল্যে ভ্যাকসিনের একটি চালান দেব এবং ভ্যাকসিন সম্পর্কিত পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা চালিয়ে যাব।’ মন্ত্রণালয় জানায়, শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ি মিয়ানমার সেনাবাহিনীর সর্বাধিনায়ক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে দেখা করেন। তিনি চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের জন্য সেনাবাহিনীর সমর্থন চেয়েছেন। করিডোর নেটওয়ার্কের কিছু ইতিমধ্যে আছে এবং কিছু পরিকল্পনা করা হচ্ছে। এ করিডরে পরিবহন ও অন্যান্য অবকাঠামো প্রকল্প থাকবে। এই করিডরের মধ্যেই মিয়ানমারের সংখ্যালঘু জাতিগুলো একে অপরের সঙ্গে এবং সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। উত্তর-পূর্ব মিয়ানমারের সংঘাতের ফলে কখনও শরণার্থীদের সীমান্ত পেরিয়ে চীনে পালাতে হয়। মিয়ানমার ত্যাগ করার পর চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি ইন্দোনেশিয়া, ব্রুনেই ও ফিলিপাইন সফর করবেন। ১৬ জানুয়ারি তিনি চীনে ফিরে যাবেন। পালাবদল/এমএ
|