![]()
দেশটিতে গত এক বছরে ৩ হাজারের বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারাল এক ঘোষণা জানায়, এ বছর ৩ হাজার ১৮৪ জন ইসলাম গ্রহণ করেছেন। করোনা পরিস্থিতির কারণে অনলাইনে এসব মানুষ ধর্মান্তরিত হয় বলে সংস্থাটি আরও জানায়। ইসলামিক কালচারাল সেন্টারটির ডিরেক্টর হিন্দ মোহাম্মদ লুতাহ জানান, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ভিন্ন বিশ্বাসীদের মধ্যে ইসলামের মহান নীতিগুলো ছড়িয়ে দেবে। নওমুসলিমদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ধর্মীয় সংস্থাটি। তাদের ধর্মীয়, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক সেবা প্রদান করছে। পালাবদল/এসএ
|