![]()
শনিবার সকালে জেরে এলাকার কওয়াশেবে গ্রামে ঘটনাটি ঘটেছে। এ হামলায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো জানান, তারা ৪৩টি মরদেহ উদ্ধার করেছেন। হামলার সময় খামারের কর্মীরা ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। সবাইকে গলাকেটে হত্যা করা হয়েছে। ছয়জন গুরুতর আহত হয়েছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, এই হত্যাকাণ্ডে পুরো দেশ আহত হয়েছে। অপর এক মিলিশিয়া ইব্রাহিম লিমান জানান, নিহত এসব শ্রমিক প্রায় এক হাজার কিলোমিটার দূরের সোকাতো রাজ্য থেকে কাজের খোঁজে উত্তরপূর্বাঞ্চলে আসেন। এ ধরনের ৬০ জনকে ধানের জমির কাজে নিযুক্ত করা হয়। এর মধ্যে ৪৩ জনকে গলাকেটে হত্যা করা হয়েছে। ছয়জন আহত হয়েছেন। বাকি আটজন নিখোঁজ রয়েছেন। মনে করা হচ্ছে, এদের অপহরণ করা হয়েছে। হামলাকারীদের খোঁজে কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে। বোকো হারাম ও আইএসডব্লিওএপি আইএস সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী গ্রুপ। সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের কাছে তথ্য পাচার ও গুপ্তচরকাজে নিয়োজিত রয়েছে এমন সন্দেহে বোকো হারাম রাখাল, কৃষক ও শ্রমিক জাতীয় লোকজনকে টার্গেট করে তাদের হত্যা করে। গত মাসেও পৃথক দুটি ঘটনায় বোকো হারাম জমিতে সেচ দেওয়ার কাজে নিয়োজিত ২২ কৃষিশ্রমিককে হত্যা করেছে। পালাবদল/এমএম
|