![]()
সোমবার বিকেল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকীর এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হয়। হাতিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। সভার শুরুতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি সহ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন একেএম ইউসুফ আলী, মেয়র- হাতিয়া পৌরসভা, বিআরডিবি’র চেয়ারম্যান ইয়াসিন আরাফাত, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস আল মামুন ও প্রভাষক আতিকুল ইসলাম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম খান টুনু, স্বোচ্ছাসেবকলীগ সভাপতি মহিউদ্দিন মুহিন, যুবলীগ নেতা ইকবাল উদ্দিন সহ স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে সকাল ৮ টায় উপজেলা যুবলীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন যুবলীগ আহ্বায়ক শাহ আজিজুর রহমান মিরাজ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পালাবদল/এমএম |