![]()
ওই দিন সকালে ইয়িফা লামজিং লুপ সিওসিওএমআইয়ের নাগরিক বিক্ষোভ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে পিশুম নিনগম লেইকি সম্প্রদায়ের অবস্থান কর্মসূচির কথা জানায়। বিক্ষোভটি কেইশথং পর্যন্ত এগিয়ে গিয়ে পিশুমথংয়ে ফিরে আসে। পরে তারা এল জয়ন্তকুমারের বাসায় সমবেত হয়। এমএলএর বাড়ির কাছে মিডিয়ায় কথা বলার সময় ইয়াফা র্যামজিং লুপের নির্বাহী সদস্য ইয়ামনাম বিপিন বলেন, মনিপুরের লোকজন সবসময় তাদের মাটির পক্ষে থাকে। নাগা শান্তি আলোচনা ও এর সমাধানের ফলে যেকোনো পরিস্থিতিতে রাজ্যের অখণ্ডতার প্রতি যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে তারা দাঁড়াবে। লোকজন নাগা শান্তি আলোচনার ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করতে তাদের নেতাদের প্রতি আহ্বান জানাতে থাকে। নাগা শান্তি আলোচনার ফলে তাদের রাজ্যের অখণ্ডতা ও স্বার্থের প্রতি কোনো আঘাত যাতে না লাগে, তা নিশ্চিত করার দাবি জানায় তারা। এমএলএ বিক্ষোভকারীদের সাথে সাক্ষাত করেন। তিনি বিষয়টি নিয়ে পরে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। অন্যদিকে নিনগোমথং সাইরোম লেইরাকের নারী সদস্যরা সিওসিওএমআইয়ের সমর্থন নিয়ে প্রতিবাদ জানায়। পরে তরা পূর্তমন্ত্রী থ বিশ্বজিতের বাসভবন পর্যন্ত মিছিল করে। তবে তিনি এলাকার বাইরে থাকায় তারা তার সাথে সাক্ষাত করতে পারেনি। ল্যাঙথাবল মাত্রিকং আআং লেইকই মেইরা পাইবি ও ইয়ং ফিউচার অর্গ্যানাইজেশনও বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারা মনিপুর দীর্ঘজীবী হোক ধরনের স্লোগান দেয়। আরো কয়েকটি সংগঠনের উদ্যোগে মনিপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তারাও ইন্দো-নাগা চুক্তির ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য ৬০ এমএলএর প্রতি আহ্বান জানায়। বিক্ষোভ কর্মসূচিতে ক্ষুদ্র ব্যবসায়ী ও ছাত্ররাও সামিল হচ্ছে। সূত্র: দি সাঙ্গাই এক্সপ্রেস পালাবদল/এমএম
|