ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের তিন বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
একই সাথে ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগে পাহার ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে আবহাওয়া অফিসের সতর্কবার্তায়।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।